সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে যৌথ অভিযানে রক্তি নদী থেকে একটি স্টিলের নৌকায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবির তথ্য অনুযায়ী, জেলার রক্তি নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় রক্তি নদী থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুই লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
অভিযানে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের লে. তালহা জোবায়ের ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply