সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন শাখার সভাপতি সুমন পুরকায়স্থকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে ও সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন পুরকায়স্থ গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।
সূত্র জানায়, সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।”
Leave a Reply