হাউসবোট দ খ লে র অডিও ফাঁস, বিএনপি নেতার পদ স্থগিত

হাউসবোট দ খ লে র অডিও ফাঁস, বিএনপি নেতার পদ স্থগিত

একুশে সিলেট ডেস্ক
টাঙ্গুয়ার হাওরগ্রামী একটি হাউসবোট দলীয় প্রভাব খাঁটিয়ে দখলে নেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এর জেরে ওই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য লিখিত জবাব চাওয়া হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মমিনুল হক বেনু। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত সবুজ মিয়ার ভাই বেনু।

ইতিমধ্যে হাউসবোট দখলের বেনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বেনুর বিরুদ্ধে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট দখলের অভিযোগ উঠায় গত মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আব্দুল হকের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, হাউসবোট অবৈধভাবে দখলের ঘটনায় আপনাকে জড়িত করা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। হাউসবোটের মালিকপক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলা হলো।

হাউসবোটের মালিক জানান, হাউসবোটটি একজন কেয়ারটেকারের মাধ্যমে পরিচালনা করা হতো, যার বাড়ি মধ্যনগরে। পরে দায়িত্ব দেওয়া হয় অন্য একজনকে।

ভুক্তভোগীর অভিযোগ, বেনু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হাউসবোটটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি মধ্যনগর থানা পুলিশকে ব্যবহার করে কৌশলে হাউসবোটের দায়িত্বে থাকা ব্যক্তিকে থানায় ডেকে নেওয়া হয় এবং তার লোকজনকে হাউসবোট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেন। পরদিন জোরপূর্বক বোট দখল করে বেনু মিয়া নাম পরিবর্তন করে সেটি পরিচালনা শুরু করেন।

অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশ নিয়ে অভিযুক্ত বেনু বলেন, ‘মূলত আমি ছিলাম মাতব্বর, মানে আমার জিম্মায় ছিল হাউসবোটটি। এখন বোটটি ফিরিয়ে দিয়ে ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা চলছে।’

এ বিষয়ে মধ্যনগর থানার ওসি মুনিবুর রহমান বলেন, ঘটনাটি আমি জয়েন করার আগের। বিষয়টি কেউ আমাকে জানায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff