সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকালে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রুকন উদ্দিন কবীর এই আদেশ দেন।
গেল চার আগস্ট বিশ্বম্ভরপুরে ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন নুরুল আলম সিদ্দিকী। তিনি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।
নুরুল আলম সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল জানান, শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply