সুনামগঞ্জে বিএনপি নেতা নুরুলের ব্যাপক গণসংযোগ

সুনামগঞ্জে বিএনপি নেতা নুরুলের ব্যাপক গণসংযোগ

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
আপামর জনতার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ-৪ সদর ও বিশ্বম্ভরপুর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে জনতার ভালোবাসায় হয়েছেন উচ্ছ্বসিত। নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি’র শীর্ষ এই নেতা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, ধনপুর, দক্ষিণ বাদাঘাট এবং সলুকাবাদ ইউনিয়নসহ বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিএনপি’র ৩১ দফা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জনগণের মধ্যে এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা বিএনপির অন্যতম এই নেতা।

গণসংযোগকালে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, ৩১ দফা শুধু বিএনপি’র কর্মসূচি নয়, এটি সমগ্র জাতির মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং অর্থনীতিকে গণমুখী করাই এই ৩১ দফার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হবে।

অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, আমি আপনাদের লোক। আপনারা যে আমাকে এতো বেশি ভালবাসেন তা এখন অনুভব করতে পারছি। আমি যতদিন বেঁচে থাকবো জনগণের এই ভালোবাসার প্রতিদান দিয়ে যাব।

এসময় উপস্থিত হাজারো জনতা সুনামগঞ্জে-৪ আসনে নুরুল ইসলাম নুরুলকে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই বলে স্লোগানে মুখরিত করে তুলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। আপনারা সফল হলে নেতা আপনাদের পছন্দের প্রার্থী দেবেন আশা করি। তিনি বলেন, দলের দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। আপনারাই আমার প্রাণশক্তি। আপনাদের নিয়েই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, আকবর আলী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, অশোক তালুকদার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচাঁন, তফাজ্জল হোসেন, আজিজুর রহমান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় তৃণমূলের নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অ্যাড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী মনোনীত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff