শিবগঞ্জে ছাত্রদলের পরিচয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

শিবগঞ্জে ছাত্রদলের পরিচয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

একুশে সিলেট ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা চালিয়েছে ছাত্রদল নামধারী কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। অপহরণ চেষ্টার প্রতিবাদ করায় গৃহশিক্ষক শাকিরুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেছে তারা।

শনিবার (২৮ জুন) সকালে শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে রাকিব, অপূর্ব, মেহেদীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে একই এলাকার বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য রাকিব উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। স্কুলছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্তা করতে থাকে।

এর জের ধরে শনিবার সকালে সে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিবগঞ্জ বরকতিয়া ইদগাহ মাঠের সামনে থেকে রাকিব ও তার সহযোগীরা মিলে তাকে একা পেয়ে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণের চেষ্টা চালায়। এই সময় প্রাইভেট শিক্ষক বাধা দিলে তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী ছাত্রীর জেঠা বলেন, এর আগেও শুক্রবার রিপনসহ তার সহযোগীরা বাড়ি থেকে রিয়াকে অপহরণের চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে অভিভাবকরা এসে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিয়ে তাদের নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের ছাত্রদলের সদস্য পরিচয় দিয়ে আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে ভয়ভীতি দেখায়।

শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন বলেন, যাদের নামে অভিযোগ উঠেছে তারা কেউ ছাত্রদলের সঙ্গে জড়িত নয়। তারা কোনো দিন ছাত্রদল করেনি। বরং তারা আগে ছাত্রলীগ ও জাতীয় পার্টির রাজনীতি করত।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff