জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হরিপুরে বিজিবি সেনাবাহিনীর যৌথ অভিয়ানে থেকে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস বড় এই চালান আটক করা হয়।
ট্রাকভর্তি ছিল বালি। সেই বালু সরিয়ে পাওয়া গেল ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস। অভিনব কায়দায় পাচার করা এসব কসমেটিকস জব্দ করেছে বিজিবি সেনাবাহিনীর যৌথ দল।
আটককৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফেস ওয়াশ, ক্লপ জি ক্রিম, শাড়ি, চিনি ও শিং মাছ।
মঙ্গলবার(২৪ জুন) বিকালে ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।
নাজমুল হক জানান, সোমবার রাতে সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে আনা পণ্যগুলো কয়েকটি গোডাউনে জড়ো করা হয়। পরবর্তীতে সেই পণ্যগুলো বড় একটি ট্রাকে বোঝাই করে বালি দিয়ে ঢেকে দেয় চোরাকারবারিরা।
বিভিন্ন গোয়েন্দা সুত্রের তথ্য সংগ্রহ করে ট্রকটিকে শনাক্ত করে বিজিবি ও সেনাবাহিনী। পরে, হরিপুর এলাকায় এলে ট্রাকটি আটক করা হয়। তবে, যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Leave a Reply