সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই পৌরসভার নতুন বাগবাড়ি এলাকার জিহাদ (১৬) নামের এক কিশোর চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে মা-বাবার একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন (শনিবার) সকাল ৯টার দিকে জিহাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং- ৯৮৬।
নিখোঁজ জিহাদের মামা ফারুক আহমদ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানান, তাঁর ভাগ্নে জিহাদ চারদিন ধরে নিখোঁজ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোথাও তাঁর সন্ধান মেলেনি। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে তাঁর পরিবার। দ্রুত সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা চেয়েছেন জিহাদের পরিবারসহ স্বজনরা।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং তাঁকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি বলেন, নিখোঁজ কিশোরের মোবাইল ফোন সাথে না থাকায় লোকেশন ট্র্যাকিং করা যাচ্ছেনা।
কোনো হৃদয়বান ব্যক্তি জিহাদ সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় বা ০১৭২৮২৯১৮১৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবার।
Leave a Reply