কক্সবাজার থেকে সিলেটে ককটেল বিস্ফোরণ ঘটান সাংবাদিক রেজা!

কক্সবাজার থেকে সিলেটে ককটেল বিস্ফোরণ ঘটান সাংবাদিক রেজা!

স্টাফ রিপোর্টার
কক্সবাজারে অবস্থান করেও সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজসহ নেতা কর্মীদের ওপর হামলা মামলায় আসামি করা হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগি সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলকে। সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় মামলা ৭ নম্বর আসামি করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ৪৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সিলেট নগরীর বারুদখানা এলাকার আলী নেওয়াজ খানের ছেলে স্বেচ্ছাসেবকদল নতো আলী আরশাদ খাঁন।

এদিকে সাংবাদিক রেজা রুবেলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক মামলার আসামি করায় সিলেটের মিডিয়া অঙ্গণসহ সামাজিকযোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়।

মামলার এজহারে সাংবাদিক রেজা রুবেলকে বলা হয়েছে তিনি যুবলীগ নেতা। উল্লেখ করা হয়েছে ঘটনাস্থলের হামলায় রেজা রুবেল উপস্থিত ছিলেন। অথচ ঘটনার ৪ দিন আগে থেকেই সাংবাদিক রেজা রুবেল সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলেন। এবং ঘটনার পরের দিন তিনি সিলেটে আসেন। কক্সবাজারে অবস্থানকালে রেজা রুবেল তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটোও আপলোড করেন।

একটি সূত্র জানিয়েছে, ব্যক্তি বিশেষ নিজেদের ফায়দা হাসিলের জন্য এই মামলায় রেজা রুবেলকে জড়িয়েছেন। এই কারণে বিতর্কিত হতে পারেন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাছাড়াও মামলায় আসতে পারে ধীরগতি।

এ বিষয়ে সাংবাদিক রেজা রুবেল বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনার ৪ দিন আগে থেকেই আমি সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলাম এবং ঘটনার পরের দিন আমি সিলেটে আসি। কক্সবাজারে অবস্থানকালে আমি আমার ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটো আপলোড করি। আমি যে হোটেলে ছিলাম, যে বাসে ফিরেছি তারও ডকুমেন্ট রয়েছে। এছাড়াও আইন প্রয়োগকারি সংস্থা এখন অনেক উন্নত। আমার মুঠোফোন ট্যাক করলেই ঘটনার সময়ে আমার অবস্থান সম্পর্কে তারা জানতে পারবেন। বিষয়টি জানার পর আমি আমার প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবগত করেছি। গেলো বছর আমার বাবা মারা গেছেন, বর্তমানে আমার মা ও অসুস্থ। মামলার বিষয়টি শুনে আমার পরিবারও আতঙ্কের মাঝে আছেন।

তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন থেকে আমাকে এখন পর্যন্ত কোনো হয়রানী করেনি। অহেতুক আমাকে মামলায় জড়ানোর জন্য আমি এসএমপির কমিশনার বরাবর বিচারের জন্য আবেদন জানাব। কক্সবাজারে অবস্থানের আমার সব ডকুমেন্টস প্রশাসনের কাছে আমি পাঠাবো। ব্যক্তি বিশেষ নিজেরদের ফায়দা হাসিলের জন্য কে বা কারা আমায় এই মামলায় জড়িয়েছেন।

এ বিষয়ে মামলার বাদি আলী আরশাদ খাঁনকে ফোন দিলে তিনি আক্রান্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজিজুল হক আজিজের সঙ্গে কথা বলতে মোবাইল ফোন দেন।

এ বিষয়ে আজিজুল হক আজিজ বলেন, ভুল বুঝাবুঝির কারণে সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ফটো সাংবাদিক রেজা রুবেলের ওপর মামলার ঘটনায় জরুরী সভা আহ্বান করা হয়। সভা থেকে বিএনপি নেতৃবৃন্দ ও ভিকটিম স্বেচ্ছাসেবকদল নেতা আজিজুল হক আজিজের সঙ্গেও যোগাযোগ করা হয়। তারা এই বিষয়টি নিস্পত্তির চেষ্টা চালাচ্ছেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি নিয়ে আজ বুধবার জরুরী সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, একটি ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। ঘটনার সত্যতা রয়েছে। কিন্তু বাদি কাকে আসামি দিচ্ছেন, তাৎক্ষনিক সেটা যাচাইয়ের সুযোগ থাকে না। তবে নিরপরাধ কাউকে আসামি করা হলে তদন্ত সাপেক্ষে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে।

এই ঘটনায় সিসিকের ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমির (মামলার অন্যতম আসামী) স্বামী ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মঞ্জু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff