একুশে সিলেট ডেস্ক
পয়লা বৈশাখ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে নেতৃবৃন্দ ওসমনানী হাসপাতলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দকে সহযোগিতা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ বদরুল আমিন।
পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান।
এসময় পরিদর্শন টিম বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি রোগীদের সরবরাহকৃত খাবার পরিবেশন তদারকি করেন।
এসময় তাদের সাথে স্টেনোটাইপিস্ট, স্টুয়ার্ড এবং ওয়ার্ড মাস্টার (চলতি দায়িত্ব) মোহাম্মদ দোলোয়ার হোসেনসহ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে আইসিইউতে চিকিৎসাধীন দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপে কর্মরত সাংবাদিক শিপন আহমদের মা আম্বিয়া বেগমের শারীরিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি সুচিকিৎসার পরামর্শ দেন।
Leave a Reply