সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নববর্ষ উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের পুরাতন বাস স্টেশন থেকে ট্রাফিক পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দীন আহমেদ মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুল হক, মো. কামরুজ্জামান কামরুল, অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সুহেল, অ্যাডভোকেট মো. মাসুক আলম, অ্যাডভোকেট মো. শেরনুর আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
Leave a Reply