সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল সাজে সেজেছিল শহর-গ্রাম। বাসন্তী সাজে সেজেছিল শিশু-কিশোর ও যুবক-যুবতীসহ নানা বয়সী মানুষজন। আলপনার রঙে রাঙানো হয় সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে বর্ষবরণের শুভ সূচনা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
পরে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপের খেলা ও কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গণে দেশীয় ঐতিহ্যের নানা পণ্যের সমাহার নিয়ে বসে অসংখ্য স্টল।
এদিকে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণের গান, দেশাত্মবোধক গান ও নৃত্যসহ ধামাইল পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এসময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply