সুনামগঞ্জ-৪ আসন : বিএনপি নেতা নূরুলের সরব পদচারণা

সুনামগঞ্জ-৪ আসন : বিএনপি নেতা নূরুলের সরব পদচারণা

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনয়নের দাবি উঠেছে তৃণমূল পর্যায়ে। এই দাবির প্রেক্ষিতে প্রতিদিনই সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভা করছেন।

এছাড়াও ইতোমধ্যে বিভিন্ন এতিমখানা পরিবারের সদস্যদের মধ্যে ঈদের নুতন কাপড়, খাবার উপকরণ ও ঈদ সেলামি বিতরণসহ পবিত্র মাহে রমজানে দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ, দলের তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন মতবিনিময় করছেন।

প্রতিটি সভায়ই অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা।

তাঁরা বলেন, অ্যাড. নূরুল ইসলাম নূরুল বিএনপি’র তৃণমূলের জনপ্রিয় এবং পরীক্ষিত নেতা। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দলের অন্যতম কান্ডারি ছিলেন। রাজপথে সোচ্চার থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলাবাসীর উন্নয়নে তাঁর মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, আমরা চাই, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনীত করা হোক। তাঁকে ধানের শীষের প্রার্থী করা হলে বিএনপি’র তৃণমূল পর্যায়ে দল যেমন সুসংগঠিত থাকবে, তেমনি উজ্জীবিত থাকবে। এবং এই আসনে ধানের শীষের বিজয় ও সুনিশ্চিত হবে।

বিশ্বম্ভপুর উপজেলা বিএনপি নেতা আশিক বলেন, দলের দুর্দিন ও দুঃসময়ে জেলা বিএনপির পরীক্ষিত নেতা অ্যাড. নুরুল ইসলাম নুরুল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ছায়া হয়ে পাশে থেকেছেন। এবং দলকে সুসংগঠিত করে রেখেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর-৪ আসনে আমরা দলের ত্যাগী এই নেতাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।

সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিএনপি নেতা খলিলুর রহমান বলেন, বিএনপির দুর্দিনে রাজপথে আর কেউ থাকুক আর না থাকুক অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে রাজপথে সরব থাকতে দেখা গেছে। তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাহসের সাথে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই এমন নেতাকেই তৃণমূলের নেতা-কর্মীরা ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে শত নির্যাতন উপেক্ষা করেও আন্দোলন-সংগ্রামে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল দলের হাজার-হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে সোচ্চার ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশ পালন করেছেন রাজপথের লড়াকু সৈনিক হিসেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলের কোন বিকল্প নেই। আমরা আশাবাদী দল তাঁকে মূল্যায়ন করবে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল বলেন, আমি ছাত্র থাকা অবস্থায় থেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি। পরে দলের দুর্দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে আছি। দলের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জীবন বাজী রেখে রাজপথে সোচ্চার থেকেছি, দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাঠে সরব ভূমিকা পালন করেছি। দলের তৃণমূলের নেতাকর্মীদের ছায়া দিয়ে আগলে রেখেছি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। নূরুল বলেন, আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর-৪ আসনে আমাকে ধানের শীষের প্রার্থী মনোনীত করা হলে এই আসনে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff