ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মকসুদ আলী এবং জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাহিন মিয়া গ্রেফতার করেছে থান পুলিশ। গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার এলাকা থেকে মকসুদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লাকেশ্বর পশ্চিমপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে। অপর দিকে পুলিশের পৃথক অভিযানে শাহিন মিয়া নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তারা উভয়ে রাজনৈতিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে গ্রেরণ করা হয়েছে।
Leave a Reply