চলাচলের রাস্তা দখলে নিলেন জাপার সাধারণ সম্পাদক

চলাচলের রাস্তা দখলে নিলেন জাপার সাধারণ সম্পাদক

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে প্রথম পাশা গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তা দখলে নিয়ে নিজ বাড়ির সাথে একীভূত করে সরকারি রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মান ও রাস্তায় চলাচলে জনসাধরাণকে বাধা প্রদানসহ সরকারি উদ্যোগে রাস্তা সংস্কারের নাম ফলক ভাংচুরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়েরের বিরুদ্ধে।

এঘটনায় প্রতিকার চেয়ে ৯ এপ্রিল গ্রামবাসীর পক্ষে হাফিজ মাওলানা জুনাইদ আহমদ উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দাখিল করে তার অনুলিপি কপি জেলা প্রশাসকে প্রদান করেন। এঘটনায় এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা গ্রামের আবাসিক মাদ্রাসা হতে সিলেট-ঢাকা মহাসড়কে মিলিত রাস্তা দিয়ে কয়েক গ্রামের লোকজন যাতায়াত করেন। প্রথমপাশা পূর্ব হাওরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। স্থানীয় সরকারের গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় বুরুঙ্গা ইউনিয়নের অধীনে রাস্তাটি দুই ধাপে ইট সলিং ও পাকাকরণের পর উন্নয়ন সম্পাদনের নামফলক প্রতিস্থাপিত করা হয় রাস্তার পাশে ইউপি সদস্য জাপা নেতা আসাদুজ্জামান জুবায়ের বাড়ীর সামনে। নিজ বাড়ির সামনে থাকায় রাস্তার জায়গা দখলের পায়তারায় নামফলকটি চলতি মাসের ৩এপ্রিল ভোর রাতে বর্তমান ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়েরের নেতৃত্বে ফজলু মিয়া,আজাদ মিয়াসহ কয়েকজন উদ্দেশ্য প্রনোদিতভাবে অপসারণ করে। রাস্তার জায়গা দখলে নিয়ে তাদের বসতবাড়ীর সাথে একীভূত করার অপচেষ্টায় রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মাণ করার চেষ্টায় লিপ্ত রয়েছেন তারা। এমনকি আশপাশের জনসাধারণকে রাস্তা ব্যবহারে বাঁধা নিষেধ ও যে স্থানে সীমানা প্রাচীর নির্মান করছেন তাও রাস্তার জায়গা বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। সরকারী উদ্যোগে রাস্তায় ইট সলিং করার পর পুনরায় মেরামতে রাস্তার ইট তুলে নিয়ে নিজের বাড়িতে নির্মান কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন ইউপি সদস্য জুবায়ের। তিনি নানা সময় এলাকার নিরিহ লোকজনদের হয়রানীসহ তার বিরদ্ধে গেলে বিভিন্ন ধরণের হুমকি ধামকি প্রদান করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়েরের বাড়ি এবং ইউনিয়ন কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বুরুঙ্গা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপঙ্কর দেব শিবু বলেন, নতুন সীমানা প্রাচীর নির্মাণ ও জনসাধারণ চলাচলে বাধা প্রদানের অভিযোগ করছেন অনেকেই। বিষয়টি সমাধানে প্রশাসনিক উর্ধতন কৃর্তপক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন লিখিত অভিযোগের সত্যতা স্বীকার বলেন, অভিযোগের তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহনে হস্তক্ষেপ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff