জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে এসএসসি ও দাখিল পরিক্ষায় প্রথম দিন পরিক্ষার্থীগন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা দিয়েছে। একই উপজেলায় দুইটি মাধ্যমিক কেন্দ্রে ৭৯৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন ১২ জন। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ১৯৫ জন অংশ গ্রহন করার কথা থাকলেও অংশ গ্রহন করেছে ১৯১ জন। অনুপস্থিত রয়েছে ৪ জন।
উপজেলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াগাও মাদ্রাসা কেন্দ্রের সদস্য সচিব, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুছলিফ উদ্দিন জানান আমার কেন্দ্রে আজকে কোরআন মাজীদ ও তাজীদ বিষয়ে ১৯৫ জনের মধ্যে ১৯১ জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপজেলা এসএসসি কেন্দ্র সচিব জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, আমার উপজেলায় এসএসসি দুটি কেন্দ্রে আজকে বাংলা প্রথম পত্র পরিক্ষায় মোট পরিক্ষার্থী ছিলে ৭৯৪ জন। এরমধ্যে উপস্থিত ছিলো ৭৮২ জন।
এবিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, উপজেলায় এসএসসি ও দাখিল পরিক্ষায় মোট পরিক্ষার্থী ছিলো ৯৮৯ জন। এরমধ্যে ১৬ জন অনুপস্থিত রয়েছেন। তবে কাউকে বহিস্কার করা হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষার্থীরা পরিক্ষা দিয়েছেন।
Leave a Reply