সন্তান ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র নামে মামলা

সন্তান ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র নামে মামলা

একুশে সিলেট ডেস্ক
নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপা’র বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে আশুলিয়া থানায় শিশু আইন- ২০১৩ ধারায় মামলা দায়ের করেন তিনি। পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসেবে কাজ করে বসবাস করে আসছিলেন শারমিন সুলতানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমত ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে তাদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই এক শ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার রয়েছে। এছাড়া তিনি ক্রিম তৈরি, ব্যবহারের পদ্ধতিসহ নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff