সর্বশেষ :
গাজায় মুসলিম হত্যা ও নগরীর বিভিন্ন জায়গায় লুটপাটের প্রতিবাদে তাওহীদি জনতার বিক্ষোভ সিলেটে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ গাজায় হামলার তীব্র নিন্দা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান বাংলাদেশের ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক গোলাপগঞ্জে মাদরাসাছাত্রকে আটকে রেখে নির্যাতন, আসামিরা অধরা মৌলভীবাজারে ছেলেমেয়ের হাতে বাবা খুন বিশ্বনাথে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার : ৩ সংগঠনের প্রতিবাদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

বিশ্বনাথে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্বামীর পিটুনিতে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে রাত ৯টার দিকে স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বাসিন্দা। দিলারা বেগম পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গতকাল দুপুরে স্ত্রী দিলারাকে বেধড়ক মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে আটক করে থানা-পুলিশ।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff