সর্বশেষ :
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

একুশে সিলেট ডেস্ক
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রমজান মাসের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের খুব কাছে যেতে পেরেছে বিএনপি। এই কার্যক্রমের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও স্পষ্ট হয়েছে। বিশেষ করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ বিএনপিকে আরও অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল ও জনভিত্তিক একটি রাজনৈতিক দল। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যা তাঁর শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থানের প্রমাণ।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় লিখিত বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা-পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়াগুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে সাধারণ জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা আরও স্পষ্ট হয়েছে।

কাইয়ুম চৌধুরী বলেন, দলের নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, একজন ব্যক্তির অনৈতিক কাজকে পুরো দলের ওপর চাপিয়ে দেবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন কিন্তু ন্যায়বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে। ভবিষ্যতেও কঠোর থাকবে।

চা-শ্রমিকদের মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা।

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জেলা বিএনপি সভাপতি বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র‌্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ সংশি¬ষ্টদের ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক (পিপি), শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. আশরাফ আলী, রহিম মলি¬ক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপির যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল ও জসিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff