স্টাফ রিপোর্টার
সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে তিন লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানের সাথে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জের বারঘর এলাকার সুদীপ দে’র ছেলে সঞ্জু দে (৫৪), গোয়াইনঘাট থানার সুন্দরগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও গোয়াইনঘাট থানার আঙ্গারজুর এলাকার আলী আহমদের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে সেটি সিগন্যাল অমান্য পলানো চেষ্টা করলে সিএনজি অটোরিকশায় থাকা ৩ জনকে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply