ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত (২৮ মার্চ) রাতে থানা সম্মুখ প্রাঙ্গনে পুলিশী চেকপুস্টে তল্লশী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি ধারালো চাকু, একটি লোহার রড, একটি এস.এস পাইপ, ১০টি মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের সাথে ডাকাতি কাজে ব্যবহিত ঢাকা মেট্রো -চ ১৩-৯৮৩৭ সাদা রঙের একটি মাইক্রবাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রবাস সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর পৌছার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপুস্টে তল্লাশী পরিচালনা করে। ওসমানীনগর থানার সম্মুখে সাদা রং এর মাইক্রোবাস তল্লাশীকরে অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়। ডাকাতির কাজে এসব সারঞ্জম সাথে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আলমগীর মিয়ার পুত্র শাহ আলম (২০), মৃত আলফি মিয়ার পুত্র ফুল মিয়া (৪৩), কাজল মিয়ার পুত্র সুজন মিয়া(২৬) একই উপজেলার উত্তর নরপতি গ্রামের আদ নারায়ণ নাইডুর পুত্র কৃষ্ণ নাইডু(৩২), এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার থান গাও গ্রামের মৃত মনু মিয়ার পুত্র শুকুর আলী আজাদ(৩০)।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো. মোনামেয় মিয়া বলেন, আটককৃত ব্যক্তিদের মধ্যে কয়েক জনের উপর পূর্বে একাধিক থানায় মামলা রয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিস্ট আইনে মামলা দায়ের করা হয়। বিকালে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply