জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মাদক ব্যবসায়ী কাজিম আহমেদ উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার পুত্র।
বৃহস্পতিবার রাত ১১ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট এর ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম সেনা ক্যাম্পের সামনে চেকপোস্টের মাধ্যমে তামাবিল মহাসড়কে একটি ডিআই পিকআপ তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমেদকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ ৬০ কেজি গাঁজা সেনাবাহিনীর হেফাজতে রাখার পর শুক্রবার দুপুরে সিলেট ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply