স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে আসার আহ্বান জানিয়ে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য সবার কাছে দোয়া চাইলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তাছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের রহমানের সুস্থতা এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বিপ্লবী শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
বিএনপির এই নেতা জানান, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে। তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি।
বুধবার (২৬ মার্চ) সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া দক্ষিণখাঁন বাড়ীতে বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা যুবদল নেতা সেলিম রানার সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাহেদ আরবী, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মারুফ বখত, মোগলাবাজার থানার আহবায়ক আবুল হাসনাত, বিএনপি নেতা আলাউর রাহমান আলম, বিএনপি নেতা গিয়াস আহমেদ, বিএনপি নেতা বদরুল আহমেদ খান, আলহাজ্ব আবুল কালাম, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারন্যাম এবাদ খান, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মির্জা, বিএনপি নেতা আবুল হান্নান, অর্পণ ঘোষ, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, সুমন আহমেদ, জাকের খান, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, আছনাত উদ্দিন জাহিন, রাসেল খান, আদিল আহমেদ, শাহজাহান হুসেন, মাছুম আহমেদ, লিয়াকত আলী জিয়া, মাছুম চৌধুরী, সাহিদুর রহমান সাহেদ , শিপন আহমেদ বকুল আহমেদ, হেলাল, আহমদ শায়েম আহমদ প্রমুখ।
Leave a Reply