স্টাফ রিপোর্টার
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। যদি এবার ২৯টি রোজা হয়, তবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ। আর রোজা যদি ৩০টি হয়, তবে ঈদ হবে ১ এপ্রিল। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কেমন থাকবে সিলেটে আবহাওয়া।
চলতি মাসে কয়েকদফা বৃষ্টি হয় সিলেটে। এর পর থেকে তাপমাত্রা খানিকটা কমতে শুরু করে। তবে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। তাপমাত্রার এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অফিসের মতে ৩১ মার্চ বা ১ এপ্রিল তাপমাত্রা এখনকার চেয়ে বেশি থাকতে পারে। তার মানে অবশ্য এই নয় যে ওই সময় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আপাতত আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম। সে হিসেবে ঈদের দিন সিলেটে বৃষ্টি নাও হতে পারে। এ ছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
Leave a Reply