একুশে সিলেট ডেস্ক
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারে দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
রোবাবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশে নগরীর টিলাগড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর টিলাগড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে লিপ্ত হয়।
সমাবেশে মহানগর বিএনপি নেতা দেওয়ান কামরানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা জামাল উদ্দিন এবং রেজাউল করিম রুবেলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী আবুল কালাম।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দেশে অস্তিরতা সৃষ্টিকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। পাশপাশি জুলাই অভ্যুত্থানে সিলেটে ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল হান্নান, মামুন আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা ইকবাল হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান চৌধুরী লাভলু, বিএনপি নেতা সুমন আহমদ, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, সাহেদুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবকদল নেতা আকাশ আহমদ মিলাদ, কামরান হোসেন কাঁমন, মিসবাহ উদ্দিন, সাইদুল ইসলাম, রাশেদ আহমদ সাদ্দাম জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন উজ্জল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুমিন সেতু, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, মালেক উদ্দিন রনি, মনিরুজ্জামান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, জেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন টিপু, আছনাত উদ্দিন জাহিন, মাহফুজুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন, সোহাগ আহমদ শুভ, আরিয়ান আহমদ দয়াল, কাজী আরমান আহমদ নাহিদ, সোহেল আহমদ, আল-আমিন, শাকিল আহমদ রনি, শাহজাহান, তুহেল, জাহান, মালেক, মহররম, আফজল প্রমুখ।
Leave a Reply