সর্বশেষ :
❝আমাদের গল্প বলতে থাকো যতক্ষন না ফিলিস্তিন স্বাধীন হয়❞ ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করেন ২ নারী, পরিচয় ফাঁস করল বিবিসি অবসরে যাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায় ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির রাজের প্রেমে সামান্থা লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে : কামরুল ঢাকা আনা হচ্ছে তামিমকে
জামালগঞ্জের পল্লীতে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ

জামালগঞ্জের পল্লীতে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের মান্নাঘাট বাজারের পাশে একটি ভাড়া দেওয়া স’মিলের জায়গা ফেরত পাচ্ছেনা ওই জায়গার আরএস রেকর্ডীয়ভুক্ত মালিক মো. কামাল মিয়া। তিনি সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার ও তার জায়গা ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২০১৬ সালের জুলাই মাসে সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁনের মধ্যস্থতায় তারই আত্নীয় একই গ্রামের মৃত মনোয়ার হাসানের ছেলে মো. শহীদুল্লাহর কাছে স’মিল স্থাপনের জন্য ৫ বছর মেয়াদে চুক্তি করে জায়গা ভাড়া দেন ভুক্তভোগী জায়গার মালিক মো. কামাল মিয়ার ছোট ভাই জালাল মিয়া। তখন কথা ছিলো ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছেড়ে দেওয়ার। কিন্তু ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছাড়ার কথা বললে শহীদুল্লাহ্ বিভিন্ন ভাবে এড়িয়ে যান। নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় ৫ বছর হলেও ভাড়াটিয়া শহীদুল্লাহর কাছ থেকে জায়গা ফেরত পাচ্ছেনা ভূমির মালিক কামাল মিয়া।

তৎকালীন ভাড়া নেওয়ার সময় স্বাক্ষী ও মধ্যস্থতাকারী লাল চাঁনকে জায়গা ছাড়ার ব্যাপারে বললে সে উল্টো তার আত্নীয়স্বজন নিয়ে ভাড়াটিয়া শহীদুল্লাহকে জায়গা দখল রাখতে সহযোগিতা করেন। শহীদুল্লাহ্ তার নিকটাত্মীয় বলেই লাল চাঁন এধরণের কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মো. কামাল মিয়া। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সুরাহা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গন্যমাণ্য ব্যক্তিবর্গ। তাছাড়া পরিবেশের লাইসেন্স বিহীন স্থাপন করা স’মিলটি সম্পুর্ন অবৈধ বলে উল্লেখ করা হয়।

ভূমির তপশীল বর্ণনাঃ- মৌজা- ইসলামপুর, আরএস জেএল নং-৭৩, আরএস ফাইনাল খতিয়ান নং-২৫৪, আরএস দাগ- ২৫০১,২৫০২,২৫০৩, এরিয়া- (৩৭) সাইত্রিশ শতক আমন রকম ভূমিতে জবর দখলে আছে।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ যাচাই করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff