বিয়ানীবাজার প্রতিনিধি
অবসরে যাচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। দীর্ঘ এক যুগ এই কলেজে কাটানোর পর আগামী ২৭ মার্চ তাঁর শেষ কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় নিবেন তিনি।
অধ্যাপক মো. হাবিবুর রহমান ২০১২ খ্রিস্টাব্দের ৫ আগস্ট সহযোগী অধ্যাপক হিসেবে বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ২০২৩ খ্রিস্টাব্দের ৩ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৫ জুন ভারমুক্ত হয় তাঁর অধ্যক্ষের পদটি। প্রায় ১০ মাস কলেজ প্রশাসনের এই সর্বোচ্চ পদে দক্ষতার সহিত প্রশাসনিক দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আগামী ২৭ মার্চ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন কলেজ প্রধান।
Leave a Reply