একুশে সিলেট ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরী সিলেটসহ দেশবাসীর গর্ব। তার দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি সুযোগ থাকার পরও জেল, জুলুম হুলিয়া মাথায় নিয়েও দেশত্যাগ করেননি। কারণ তিনি দেশকে ভালোবাসতেন। কানাইঘাটবাসীর উন্নয়নে হারিছ চৌধুরী ভ‚মিকা অন্যতম। কানাইঘাটসহ সিলেটের প্রতিটি স্থানে তার উন্নয়নের ছোঁয়া রেখেছেন। হারিছ চৌধুরী তাঁর কর্মে অমর হয়ে থাকবেন।
কানাইঘাটে মরহুম হারিছ চৌধুরীর অন্যতম অবদান বিখ্যাত সুরমা নদীর উপর সুদীর্ঘ সেতুটির নাম জিয়াউর রহমান সেতু হিসেবে পুনর্বহাল করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, বিএনপির জন্য হারিছ চৌধুরী অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কানাইঘাটের সন্তান হয়ে সমস্ত বাংলাদেশে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশ্নে আপোষহীন ছিলেন। দলের মানুষের জন্য কাজ করে গেছেন।
তিনি সোমবার (২৪ মার্চ) সিলেটের কানাইঘাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী স্মরণে হারিছ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত ইফতার পূর্ব আলোচনাসভায় এসব কথা বলেন।
কানাইঘাট উপজেলা সদেরর একটি অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আলোজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনাসভায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কানাইঘাট উপজেলার কো-অর্ডিনেটর অধ্যাপক ইবাদুর রহমানের সভাপতিত্বে ও আবদুর রহমান মাছুমের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং দিঘিরপার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন, ডা. মইনুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল হান্নান, কানাইঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুল হক, জাতীয়তাবাদী পরিবার নিউইয়ার্ক যুক্তরাষ্ট্রের সভাপতি সৈয়দ গৌছুল হোসেন।
উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক রশিদ আহমদ, কানাইঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আবদুল করিম, উপজেলা যুবদল নেতা বাদল আহমদ, আবদুন নুর, খায়ের আহমদ, কানাইঘাট সরকারী কলেজের সাবেক অধ্যাপক মঈনুল হক চৌধুরী, বখতিয়ার উদ্দিন, বোরহান উদ্দিন, দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, মামুনুর রশিদ, কানাইঘাট প্রেসক্লাব’র সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, গাছবাড়ী আইডিয়াল কলেজের অধ্যাপক রিফতাউল রব চৌধুরী, সিলেট জেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামীনুল ইসলাম জামী।
Leave a Reply