শামসুল কাদির মিছবাহ (মুন্সি) সুনামগঞ্জ:
সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক সদর উপজেলার ব্রাহ্মণগাঁও দক্ষিণপাড়া গ্রামের সাবির আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)।
ভবনে কর্মরত শ্রমিকরা জানান, পানসী রেস্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণে শ্রমিকের কাজ করছিলেন মনোয়ার হোসেন। পাঁচতলা ভবনের এক পাশে বাঁশের আঁড় থেকে কাজ করার সময় হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যান তিনি। পরে কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে কর্মক্ষেত্রে নিহত নির্মাণ শ্রমিক মনোয়ার হোসেনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার দাবি এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় দায়ী ঠিকাদার ও মালিকের শাস্তি দাবি করেছে সুনামগঞ্জ ট্রেড ইউনিয়ন সংঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এক বিবৃতিতে এই দাবি জানান।
Leave a Reply