জামালগঞ্জ প্রতিনিধি::
একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাচনাবাজার বনিক কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম।
ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুদ্দিন। উপজেলা জমিয়তে উলামা ইসলামের সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাউসার আহমেদ, সিলেট মহানগর আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আকবর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান আলাল, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
Leave a Reply