জামালগঞ্জ প্রতিনিধি
যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ কেজি গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জঙ্গি সন্ত্রাসী মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা সামগ্রী উন্নয়নে নিরলসভাবে কাজ করছে যৌথ বাহিনী।
বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথবাহিনি। তারই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নয়াহালট গ্রামে মৃত রহমত আলীর ছেলে কামরান মিয়া (৫৫) মহরম আলীর ছেলে উজ্জ্বল মিয়া (৩০) মৃত আপ্তাব মিয়ার ছেলে শহীদ মিয়া (৫৯) এবং দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. কবির হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজতে থাকা ও ঘর তল্লাশী করে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। যার বাজার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
এব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply