ওসমানীনগর প্রতিনিধি::
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম.ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাংচুর মামলায় এক দিনের ব্যাবধানে আরো একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডী রোড সংলগ্ন সফিনা তাহির আলী জামে মসজিদের পাশ থেকে যুবলীগ নেতা ফরুক (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরুক তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। এর আগে সোমবার সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র কওছর মিয়াকে গ্রেফতার কারা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফুরুক দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply