ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের পাহারাদার থাকা সত্ত্বেও ৫ দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ ৩লক্ষাধিক টাকার মালামাল লুঠে নিয়েছে চোরোরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ১০-১২জন পাহারাদার থাকার পরও গভীর রাতে ৫টি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। তার মধ্যে প্রিয়াঙ্কা লেডিস পয়েন্ট থেকে নগদ একলাখ পঁচিশ হাজার, রায় ট্রেডার্স থেকে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার সিগারেট , আনোয়ার এন্টারপ্রাইজ থেকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল, দিলশাদ সুজ থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়।
ব্যবসায়িদের প্রশ্ন, বাজারে পাহারাদার থাকলেও কীভাবে সড়কের পাশের এই দোকানগুলোতে চুরি সংগঠিত হয় তা বুঝতে পারছেন না তারা। কয়েক মাস পূর্বেও বাজারের একাধিক দোকান থেকে ২-৩০ লাখ টাকা মূল্যেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছিল।
প্রিয়াঙ্কা লেডিস পয়েন্টের জামিল হোসেন রুমন বলেন, রাত আড়াইটায় দোকান বন্ধ করে যাই। ঈদের জন্য ক্রয় করা কাপড়েরর মহাজন পাওনা দিতে দোকানে একলাখ ২৫ হাজার টাকা রেখে গিয়েছিলাম কিন্তু সকালে এসে দেখি দোকানে তালা ভাঙা। প্রতিমাসে প্রত্যেক দোকান থেকে পাহারাদারদের বেতনের টাকার চাদা প্রদান করার পরও এভাবে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ওসমানীনগর থানার ওসি মোঃ মুনাইম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
Leave a Reply