একুশে সিলেট ডেস্ক
খরাদিপাড়া আনন্দ সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১২ মার্চ মঙ্গলবার নগরীর খরাদিপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
খরাদিপাড়া আনন্দ সংসদের সভাপতি হাজী আব্দুল গফফার সভাপতিত্বে ও সেক্রেটারী একরাম হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থ সংগঠনের উপদেষ্টা ছানা উল্লাহ ফাহিম তিনি বলেন, রমজান সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস, কল্যাণ ও বরকতের মাস,পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক একরাম হুসেন,সাংগঠনিক সম্পাদক আশরাফউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ,অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার আহমেদ, রাসেল উল্লাহ, মাছুম আহমেদ, হাসান আহমেদ, রেজওয়ান উল্লাহ হিমেল, মাহির, মারজান,তাফিন,সান, ইমন, সুমন,আবিদ,ছামি, মিটন প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খরাদিপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল মালিক।