শামসুল কাদির মিছবাহ (মুন্সি), সুনামগঞ্জ:
সুনামগঞ্জে চলমান বোরো মৌসুমে ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে হাওর বাঁচাও আন্দোলন।
বুধবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলন করে কাবিটা স্কীম প্রনয়ণ, বাস্তবায়ন ও মনিটরিং কমিটি কর্তৃক ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সহসভাপতি মোরশেদ আলম, আলীনূর প্রমুখ।
লিখিত বক্তব্যে ইয়াকুব বখত বাহলুল বলেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা। তবে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সময় বাড়িয়ে ১০ মার্চ পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়। বর্ধিত সময়েও বাঁধের কাজ শেষ না হয় নাই। ৫৮৭ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১২৭ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারী কাজ শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ে সব কাজ শুরুও হয় নাই ২৮ ফেব্রুয়ারী শেষও হয় নাই। পিআইসি গঠন মাঠ পর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের দাবি থাকলেও সেটি করা হয় নাই। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে পিআইসি গঠন করা হয়েছে। এতে পাউবো ও প্রশাসনের কর্মকর্তাদের একটা যোগসাজশ থাকে। কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটি দুর্নীতির আশ্রয় নিয়ে নিজেরা লাভবান হওয়ার জন্য কৃষকের ফসল হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন বাঁধে অনিয়ম হয়েছে। অনেক বাঁধে ঘাস ও দুরমুজ লাগানো হয়নি এখনো। কারো গাফিলতিতে হাওরে বিপর্যয় ঘটলে এর দায় কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটিকেই নিতে হবে জানিয়ে হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দ বলেন, প্রয়োজনে আদালতে আইনি বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply