সমগ্রদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে : ইলিয়াস পত্নী লুনা

সমগ্রদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে : ইলিয়াস পত্নী লুনা

ওসমানীনগর প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,আপনারা দেশের পরিস্থিতি দেখছেন। দেশে ধর্ষণ,চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে প্রচুর পরিমাণে । অপরাধ সংগঠিত হচ্ছে আর অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে।পুলিশ প্রশাসন কাজ করছে না, সিভিল প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। বর্তমানে দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে । দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন।নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রশাসনের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানো সম্ভব হবে। সোমবার বিকালে সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য যুবদল নেতা আবুল কালাম সরকারের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, বর্তমান সরকার তারা সময় নিয়েছিল প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করবে। কিন্তুু ছয় মাস অতিক্রম হয়ে গেছে এখনও উল্লেখযোগ্য কোনো সংস্কার দেখতে পাইনি। দেশ আরো অস্থিতিশীল হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে মাঠ পর্যায়ের প্রশাসনকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না। কারণ তাদের তেমন লোকবল নেই। ফ্যাসিষ্টের দোসররা এখনো প্রসাশনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। যখন আমরা থানায় যাই মামলা করতে তারা মামলা নিচ্ছে না আর মামলা নিলেও আসামী ধরছে না। সরকারের কাছে আমাদের প্রধান দাবি হচ্ছে দ্রুত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির,যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন,বিএনপি নেতা জাহেদ খান,দয়ামীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেলওয়ার হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff