একুশে সিলেট ডেস্ক
সুনামগঞ্জের দিরাইয়ে মসজিদ-মাদরাসার ভূমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫জনসহ আহত হয়েছেন ২০জন।
রোববার (৯ মার্চ) দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবার দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার তর্কবির্তকের একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এ সময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে বেশকয়েকজন গুলিবিদ্ধ হয়।
Leave a Reply