দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার রণভূমি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার দুপুরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও মুক্তিযোদ্ধা আশিক মিয়ার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তর্কবির্তকের এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে ১৯ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শংকর চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধসহ গুরুতর আহত ১৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply