স্টাফ রিপোর্টার
সিলেট নগরের জিন্দাবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
গ্রেপ্তার মো. শরীফ আহমদ (২৭) সুনামগঞ্জের নোয়াগাঁও (নয়াগাঁও) গ্রামের আরজোক আলীর ছেলে। বর্তমানে তিনি নগরের আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় থাকেন।
ফেসবুক পেজে উল্লেখ করা হয়, কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে জিন্দাবাজার পয়েন্টে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় জড়িত শরীফ আহমদ গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি জিন্দাবাজার পয়েন্টে কোতোয়ালি মডেল থানার পুলিশ দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা হয়। এতে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সিলেট নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগ এনে তাঁর মুক্তি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলনে নামেন। রাত ৯টায় জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। এই আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা হয়।
এদিকে আন্দোলনের দুই ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয় সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে। মাধব নগরের দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। বহিষ্কারের পরদিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, জিন্দাবাজারে পুলিশের উপর সিটি ফুটেজের মাধ্যমে সনাক্তের মাধ্যমে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply