দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা বলছেন, ‘দীর্ঘ সতেরো বছরের স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়েছে দেশ। সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করতে হবে।
শনিবার দুপুরের উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জোবায়ের হোসাইন মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক আলতাবুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ, এখলাছুর রহমান তালুকদার।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, আব্দুর রউফ, আহবায়ক কমিটির সদস্য কৃষ্ণ মোহন রায়, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইলিয়াস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মালেক, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উস্তাদ আলী, উপজেলা বিএনপি নেতা ছবির আহমদ মাস্টার, এ.আর. খোকন, শাহ আলম, মনির উদ্দিন, নজরুল ইসলাম, আপ্তাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহিরুল ইসলাম সানি প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply