তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
দেশ বির্নিমানে আনসার ভিডিপি অসামান্য আত্মত্যাগ রয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও জানান,২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ও৫ আগস্টের পরে বাংলাদেশের সকল থানা সুরক্ষার দায়িত্ব নিয়েছিল আনসার বাহিনী। দেশের প্রতিটি রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার ছাদরে ডেকে রাখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এ সময় তিনি আরো বলেন,আনসার সদস্যরা দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মতো যখন কেউ ছিল না তখন আনসার এগিয় এসেছে। দেশের চুরি ছিনতাই ডাকাতি রোধে পুলিশে সাথে কাজ করবে আনসার।
জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন,সুনামগঞ্জের জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম প্রমুখ।
সমাবেশ শেষে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য শ্রেষ্ট কয়েকজন সদস্যদের মধ্যে পুরষ্কার তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা,দলনেত্রী , ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply