বাসায় ফেরার পথে দম্পতিকে কুপিয়ে আহত, আটক ২

বাসায় ফেরার পথে দম্পতিকে কুপিয়ে আহত, আটক ২

একুশে সিলেট ডেস্ক
রাজধানীর উত্তরায় বাসায় ফেরার পথে এক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— মেহেবুল হাসান (৩৬) ও মোছা. ইফতি (৩০)। আটককৃতরা হলেন— শেরপুরের শ্রীবর্দী উপজেলার বেষ্টমীচর গ্রামের আল আমিনের ছেলে মোবারক মিয়া (২২) ও গাজীপুরের টঙ্গীর বাজার বস্তির কৃষ্ণ রায়ের ছেলে রবি রায় (২১)।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান  বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্যক্ত করছিল। এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। ওই তিনজনের কারো কাছ থেকে খবর পেয়ে আরো দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাঁদের শরীরে রক্ত দেখা যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff