সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় একই এলাকার নিহত ২ , আহত ৩

সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় একই এলাকার নিহত ২ , আহত ৩

শামসুল কাদির মিছবাহ (মুন্সি) সুনামগঞ্জ:
সুনামগঞ্জে উরস মাহফিল থেকে ফেরার পথে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় আজ শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)। আহতরা হলেন- একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার জগন্নাথপুর উপ‌জেলার ইশবপুরে এক‌টি উরস মাহফিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মারা যান। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার জানান, দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff