শাহজালাল (রহ.) মাজার চার পুলিশকে আটকে রাখল জনতা, উদ্ধার

শাহজালাল (রহ.) মাজার চার পুলিশকে আটকে রাখল জনতা, উদ্ধার

একুশে সিলেট ডেস্ক
সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার ও ধর্ম নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ৪ পুলিশ সদস্যকে আটক করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮ টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য ট্যাুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজারের গেটে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল অপর পুলিশ সদস্যদের সঙ্গে মাজার ও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তার প্রতিবাদ করেন। পরে স্থানীয় লোকজন ও শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে উপস্থিত ওই ৪ পুলিশ সদস্যকে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং অভিযুক্ত পুলিশ সদস্যসহ বাকিদের উদ্ধার করে পুলিশ। এসময় পরিস্থিতি শান্ত করতে বিএনপির শীর্ষ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস লোদী জানান, খবর পেয়ে ঘনাস্থলে যাই। ঘটনাটি নিয়ে মাজারে থাকা কিছু অতি উৎসাহি জনতা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের তৎপরতার কারণে তা হয়নি। সবাইকে শান্ত থাকতে হবে কারণ এটা একটা ধর্মীয় ইস্যু। এখানে বাড়াবাড়ি করা ঠিক হবে না।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। যদি ঐ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।a

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff