তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে দুইশত উনিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
সোমবার(২৭ জানুয়ারী) সকালে উপজেলার মাছিমপুর বিজিবি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে জব্দ করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাছিমপুর বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৯/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর ইউনিয়নের গামারীতলা এলাকা অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে ২১৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডে মদ ফেলে পালিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ বিষয়ে জানান,জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ কঠোর নজরদারি রয়েছে আমাদের পক্ষ থেকে।
Leave a Reply