শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এড. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। সোমবার বিকেল ৩ টায় উনার নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গ্রেফতার হয়।
পুলিশ সুত্রে জানা যায় গত জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় অবনী দাসকে গ্রেফতার করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply