দিরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে দিরাইয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, সাবেক সমাজ সেবা সম্পাদক মাসুক মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমেদ, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী, কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুল,উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস, উপজেলা যুবদলের নেতা জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
পরে উপজেলা সদরের হাসপাতাল রোডে মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
নেতারা জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
Leave a Reply