ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি
‘দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার সাড়ে ১১টার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন।

ওসমানীনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছুরাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, কাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জি.এম নাইমুল হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ পার্থ সারথি চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রেজুয়ানুর রহমান শাহিন, প্রনয় কুমার পাল, সাধারণ সম্পাদক মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, সদস্য তিতিউর রহমান, শহিদ উল্যাহ,ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উছমানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান লাকি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, শিক্ষক মাহবুবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালামের পরিচালনায় সভায় বিগত সময়ে ওসমানীনগর উপজেলার বিভিন্ন দূর্নীতির বিষয় তুলে ধরে বক্তারা এসব বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

উলেখ্য:২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সারা বিশ্বকে দূর্নীতির বিরোদ্ধে ঐক্যবদ্ধ করতে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের মাধ্যমে দূর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে। যার ধারাবাহিকতায় প্রতি বছর ৯ ডিসেম্বর একযুগে সারা বিশ্বের ১৯১টি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff