টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার, ৬ জনের কারাদণ্ড

টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার, ৬ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনধি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার করায় ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম-শাদাত মাহমুদ উল্লাহ এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী (৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী (২৮), আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮), গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান (২৭), ফজর রহমানের ছেলে বাদশা (২৭)। জানা গেছে, শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন কয়েকজন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ছয়জনকে আটক করে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম কালবেলাকে বলেন, অভিযান চালিয়ে ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশি মাছের প্রজনন বৃদ্ধির জন্য ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক, গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি আনোয়ার হোসেন, রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff