তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয়রা শেখ ফরিদ (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাদুকাটা নদী দিয়ে রাতের আধাঁরে চুরি করে ভারত থেকে পাথর আনতে গিয়ে পিটুনিতে তিনি নিহত হন বলে।
নিহত শেখ ফরিদ উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মগবুল হোসেনের ছেলে।
এ ঘটনাটি ঘটেছে (২৩ অক্টোবর) বুধবার রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতরের নলিকাটা থানার গুমাঘাট এলাকায়।
এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মুখ না খুললেও এ তথ্য নিশ্চিত করেন লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন।
তিনি বলেন, এ খবর আমিও শুনেছি। তবে এখন কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে কথা বলে এবিষয়ে উদ্যোগ নিব।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোন এক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যান শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করে শেখ ফরিদকে আটক করে। তবে তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশি যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
Leave a Reply